উম্মতে মোহাম্মদী ভুলের উপর ঐক্যমত পোষণ করবেনা

প্রশ্নঃ- যেদিন হুজুর ইহকাল ত্যাগ করলেন সেদিন’কে ঈদ পালন করার কোনো যুক্তি আছে কি ভাই?

উত্তরঃ-

১। জেনে রাখা প্রয়োজন যে, রাসূল যেদিন দুনিয়ায় আগমন করেছেন এবং পর্দা করেছেন সেই দিনটা একই ছিলো অর্থাৎ “সোমবার”।

কিন্তু এই সোমবার দিনটা একই তারিখের নয়। সোমবার তো প্রতি সপ্তাহে একবার আসে। একই দিন বলে, কেউ যদি চাতুরতার আশ্রয় নেয় সমস্যাটা তো তাদের এবং তাদের যারা ফলো করে সেসব মাথা মোটা ফলোয়ারদের, আমাদের নয়।

ইতিহাসের পাতায় ক্যালেন্ডার

২। কেউ যদি দুনিয়া থেকে পর্দা করে বা ইন্তেকাল করে, তার জন্য শোক করার শরীয়াহ হুকুম হচ্ছে ৩ দিন। তারপর আর শোক করার কোন বিধান নেই। কিন্তু জন্মদিন উপলক্ষে শুকরিয়া আদায় সরুপ এমন বিধিনিষেধ নেই ইসলামে তাই আনন্দ উদযাপন করা যেতেই পারে। আর তারিখ যেহেতু একই নয় তাই দোষণীয় তো নয়ই।

৩। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: إِنَّ اللهَ تَعَالَى لَا يَجْمَعُ أُمَّتِيْ عَلَى ضَلَالَةٍ ‘‘আমার উম্মত গোমরাহীর উপর ঐক্যমত পোষণ করবে না।’ ( আবূ দাউদ হা/৪২৫৩, ইবনে মাজাহ হা/৩৯৫০, তিরমিযী/২১৬৭)

এই হাদিসের আলোকে এবং সারা পৃথিবীতে এক যোগে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করাটাই প্রমাণ করে এটি জায়েজ। কেউ যদি ভিন্ন কিছু বলে তবে বুঝতে হবে সে নবীর হাদিস অস্বীকারকারী এবং ফাসেক।

কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে 🤣?

Author: mehedihassan2017

I m a Muslim (sunni)

Leave a comment